
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় যুব উন্নয়ন অদিদপ্তরের সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছা সেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ এবং কৃষি অধিদপ্তরের সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষণ ঘিরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে দু’টি প্রশিক্ষণ সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ সেমিনার দু’টির উদ্বোধনকালে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছা সেবামূলক কাজে যুবদের স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত এবং সমন্বিত পারিবারিক খামার স্থাপন, সম্প্রসারণ ও বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহারে সকলকে উদ্বুদ্ধকরণের আহ্বান জানান বক্তারা।