দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে দেবহাটা শহিদ মিনারে ভাষা শহিদদের আত্নার মাগফেরাত কামনায় ভাষা শহিদদের প্রতি বিনম্ৰ শ্রদ্ধা নিবেদন করে দেবহাটার সর্বস্তরের জনগণ। দেবহাটা শহিদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, কেবিএ কলেজ ছাত্রদল, দেবহাটা প্রেস ক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, উত্তরন, আমাদের টিমসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনসহ সর্বস্তরের নাগরিকরা ফুল দিয়ে বিনম্ৰ শ্রদ্ধা ও ভালবাসায় বায়ান্নর ভাষা শহিদদের স্মরণ করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চাক্রবর্তী, আন্দোলনে নিহত আসিফের ভাই রাবিক হোসেন, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী কৃষি অফিসার জয়দেব কুমার পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও উপজেলা ইমাম সমিতির সভাপতি আ: ছাত্তার সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।