দেবহাটা প্রতিনিধি : দেবহাটার চিনেডাঙ্গা পল্লীতে সুমন হোসেন (১৫) নামের এক এক কিশোর ১৭দিন নিখোঁজ হয়েছে। আর সন্ধান পেতে থানায় ডায়েরী করেঝে তার পরিবার। সে উপজেলার চিনোঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সুমন হোসেন গত ১ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরবর্তীতে তার পারিবারিক লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর করার পরেও কোথাও তার সন্ধান মেলেনি। কোন সহ্নদয়বান ব্যক্তি যদি তার ছেলের কোন সন্ধান পান তাহলে ০১৬০৪৫২৭১৩১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে দেবহাটা থানায় সাধারন ডাইরী নং- ৫২৭, তাং- ১৬-১০-২০২৩ ইং।