দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক নির্বাচনী এলাকায় এসে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে সাতক্ষীরা-৩ আসনের নির্বাচনী এলাকায় আসেন তিনি। এ সময় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আলাদা-আলাদা ফুলেল শুভেচ্ছা জানান।
দেবহাটা উপজেলা প্রান্তে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, আসাদুল ইসলাম, বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরা আগে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসউজ্জামান খোকন, তারিকুল ইসলাম, আবুল হোসেন পাড়সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টি মুখ করান নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আ.ফ.ম রুহুল হককে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত