দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ খলিশাখালির অন্যতম ভ‚মিদস্যু ইউনুস আলী মোড়লকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে দেবহাটা উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ। এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভ‚মিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার, মৎস্যঘের লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী, ইউনুস ওই বাহিনীরই সক্রিয় সদস্য বলে জানান ওসি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত