প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২২, ৮:৪১ পি.এম
দেবহাটায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
![]()
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গত ২৯ জুলাই অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, এসআই শরিফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এএসআই শামীম হোসেন, এএসআই আব্দুল যৌর্থ অভিযান পরিচালনা করে দেবহাটার চালতেতলা এলাকা হইতে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি চালতেতলা গ্রামের তমিজ উদ্দীন সরদারের ছেলে খোকন। সে জিআর-৬৭/৯২(আশাঃ), পি-৩০/২২ মামলার ৫ বছর সাজাপ্রাপ্ত আসামী।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, তার বিরুদ্ধে ১৯৯২ সালের সন্ত্রাস দমন আইনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, দেবহাটা থেকে অপরাধ নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।। কোন প্রকার সুপারিশে কাজ হবে না।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া