মিজানুর রহমান, দেবহাটা : দেবহাটা উপজেলার সীমান্ত এলাকায় আবারও মাদক কারবারি ও চোরাচালানিদের দৌরাত্ম বৃদ্ধির ঘটনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যপক তোলপাড় হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার বিস্তৃর্ণ সীমান্ত এলাকা জুড়ে আবারও মাদক কারবারি ও চোরাচালানীরা সক্রিয় হয়ে উঠেছে। রাতের আঁধারে হাড়দ্দাহ, শাঁখরা কোমরপুর, কোমরপুর, ভাতশালা, চরশ্রীপুর, টাউনশ্রীপুর, শিবনগর, সুশীলগাতি, দেবহাটা সদর, বসন্তপুর ও আশপাশের এলাকায় মাদক পাচার ও চোরাচালানের নের্তৃত্ব দিয়ে চলেছেন একাধিক মামলার আসামী কয়েকজন চিহ্নিত চোরাকারবারি। দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার সহ সীমান্তের যাবতীয় অপরাধ কর্মকান্ড তারা নিয়ন্ত্রণ করে আসলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনেকটাই নিরব ভূমিকায় থেকে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এতে করে ক্রমশ সীমান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় আইন-শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল ছুটির সময়ে বখাটেদের উৎপাত বৃদ্ধি, সীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলণ, বালু সিন্ডিকেট ও নদীতে মাছ ধরা জেলেদের থেকে বিভিন্ন সংস্থার নামে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ চুরির ঘটনা নিয়েও আইন-শৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি এসকল অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় নেয়ার ব্যপারেও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আযহাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি উপজেলার পারুলিয়া পশু হাটে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, ভেটেরনারি ক্যাম্প স্থাপন, সকাল সাড়ে ৭টায় উপজেলা মডেল মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় এবং কোরবানিকৃত পশুর বজ্য ও জাতীয় সম্পদ পশুর চামড়া সু-ব্যবস্থাপনায় নানামূখি সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল লতিফ, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা সহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা সীমান্তে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম
Leave a comment