
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলক্ষ্যে বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান। এছাড়াও দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সাকিব হাসান, রাশেদুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্থানীয় নের্তৃবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। ৭ থেকে ১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ঘিরে নানা কর্মসূচি পালিত হবে স্বাস্থ্য কমপ্লেক্সে।

