ক্রীড়া প্রতিবেদক : আরও একবার ডু অর ডাই ম্যাচের সামনে বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল টাইগারদের। এবার সেই লঙ্কানদের সামনেই আবার পড়তে হচ্ছে তাদের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। নিজেদের টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হাথুরুসিংহে শিষ্যদের।
এমন অবস্থানে থেকে আরও একবার বাংলাদেশের ভরসার কেন্দ্রে সাকিব আল হাসান। আগের ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে খেলেছেন পঞ্চাশ রানের কার্যকরী ইনিংস। মুশফিকুর রহিমের সঙ্গে তার শতরানের জুটি বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগেও তাই সাকিবের উপরেই থাকছে বাড়তি নজর।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক ক্রিকেটার পার্থিভ প্যাটেলের কণ্ঠেও শোনা গেল এমনই সুর। বাংলাদেশের কার উপর নজর থাকবে এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘আমার মনে হয় সাকিব আল হাসান (শ্রীলঙ্কার বিপক্ষে কার উপর নজর থাকে)। সে এমন একজন বাংলাদেশ যখন….। তাকে বেছে নেয়া সহজ ব্যাপারটা এমন না।’
কেন এমনটা ভাবছেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘আমি আসলে প্যাটার্ন দেখে বলছি। বাংলাদেশের যখনই দেয়ালে পিঠ ঠেকেছে আমার মনে হয় সাকিব আল হাসান প্রত্যেক সময়ই এগিয়ে এসেছে এবং ম্যাচ জয়ী পারফরম্যান্স করেছে। সাকিব আল হাসানের উপর আজকে আমার নজর থাকবে।’-যোগ করেন প্যাটেল