ডেস্ক রিপোর্ট : দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৪২ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১০৯ জন।
শনিবার (৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৪২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১০৯ জন। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৪৩৩ জন।
এ অভিযানে এসএমজি, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, রাইফেলের গুলি ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত