তালা প্রতিনিধি : বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও জিআইজেড এর সহযোগিতায়ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের আওতায় ৩০ উপকারভোগী পরিবারের মাঝে ১৪ টি করে দেশি মুরগি ও ২ টি করে মোরগ, মুরগির খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। রবিবার (৯ জুলাই) বিকালে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুস সাকিব, জিআইজেড বাংলাদেশ এর সিনিয়ার সিকিউরিটি এ্যাডভাইজার মোজাহিদুল ইসলাম, প্রকল্পের উপেদষ্টা রতন মানিক সরকার, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু মোছাঃ রাবেয়া পারভিন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ মোঃ ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা রিয়াজ আহমেদ রাজ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত