বিজ্ঞপ্তি : দেশীয় বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে দাকোপে বেসরকারি উন্নয়ন সংগঠন লোকজ এবং কৃষক সংগঠনের উদ্যোগে এক ব্যতিক্রমী বিজ মেলা অনুষ্ঠিত হলো। হারিয়ে যওয়া দেশীয় প্রজাতীর বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপণনের জন্য শনিবার কামারখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দাকোপ ও কামারখোলা ইউনিয়নের কৃষকরা তাদের সংরক্ষিত বীজ নিয়ে অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এই মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ২৫ থেকে ১০৫ জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজি বীজ প্রদর্শীত হয়।
উন্নয়ন সহযোগী মিজরিও জার্মানীর সহযোগীতায় স্থানীয় কৃষক সংগঠন মেলাটির আয়োজক সহযোগী হিসাবে দায়িত্ব পালন করে। কালিনগর আদর্শ কৃষক সংগঠনের সভাপতি সঞ্জীব রায়ের সভাপতিত্বে এবং লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন কামারখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, মৈত্রী কৃষক সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল, ইউনিয়ন পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি যোগেষ গাতিদার, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, কৃষক সংগঠণের শাহদৎ হোসেন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্রজিৎ মণ্ডল, সমাজসেবক সমরেশ ঘরামী প্রমুখ:।
মেলায় বীজ বৈচিত্র, বীজের সংখ্যা ও প্রদর্শনীর কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে দক্ষিণ শ্রীনগর কৃষক সংগঠনের দেবপ্রসাদ বাওয়ালী প্রথম, পূর্ব শ্রীনগর কৃষক সংগঠনের কনিকা বিশ্বাস দ্বিতীয় এবং টেংরারচর কৃষক সংগঠনের প্রভাতী মণ্ডলকে তৃতীয় নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল কৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। এই বীজমেলার মাধ্যমে কৃষকরা বীজ বিনিময়ের মাধ্যমে স্থানীয় বীজের সম্প্রসারণ করেছেন এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত