১১ নভেম্বরের পরে, জো বাইডেনের ‘ভুয়া’ উপদেষ্টা
জন্মভূমি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়ান আরাফিকে ২৯ অক্টোবর আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মিয়ান আরাফি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানান মিঞা জাহিদুল ইসলাম আরেফীর ডাক নাম বেল্লাল। থাকেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন। মিয়ান আরেফি দ্বিতীয় বিবাহ করেন খুলনা নিবাসী একজন প্রবাসীকে। ২০২২ সালে এ বিবাহ সম্পন্ন হয়। ডিবি প্রধান আরও বলেন, আমরা আরেফীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করব। তবে তদন্তের স্বার্থে তার স্ত্রীর নাম ও শ্বশুরালয়ের ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।