জন্সভূমি ডেস্ক : বিএনপির এক দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার প্রথম কর্মসূচি ছিল দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা। বেশ কয়েকটি জেলায় এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে পালিত হলেও বেশকিছু স্থানে নাশকতার অভিযোগ পাওয়া যায়। নাশকতার কারণে লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবদল এক কর্মী নিহতের ঘটনা ঘটেছে বলে দাবি বিএনপির। এছাড়া বিভিন্ন স্থানে পদযাত্রাকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি জেলায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে ব্যবহৃত গ্যাসের ধোয়ায় বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৩০ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়।
॥ লক্ষ্মীপুর ॥
লক্ষ্মীপুরে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তিনি যুবদলের কর্মী বলে দাবি করেছে বিএনপি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরে মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসার দোতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর আগে বিকেলে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন জানান, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি ছুড়তে থাকে। এতে জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।
সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, হাসপাতালে আহত অবস্থায় অনেক রোগী এসেছে। এর মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন কয়েকজন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা প্রথমে লাঠিসোঁঠা নিয়ে হামলা চালিয়েছে। তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা, ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করি। বিএনপির নেতাকর্মীদের হামলায় আমাদের পুলিশ সদস্যরা আহত হন। একজন কীভাবে মারা গেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
॥ পিরোজপুর ॥
পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়েছে। এসময় সাত পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হাসান। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় ছয়জনকে আটক করেছে। তবে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলুর দাবি, পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে বিএনপি ও তাদের অঙ্গসংঠনের ১০-১২ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা থেকে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে এবং ইট ছুড়তে থাকে। এ ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হন। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ছয়জনকে আটক করে। জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে।
॥ ফেনী ॥
ফেনীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ট্রাংক রোড ও ইসলামপুর রোডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহনা টিভি ও স্থানীয় গণমাধ্যম দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচির শেষের দিকে দলীয় নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বিকেল সাড়ে ৫টায় শহরে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করে আওয়ামী লীগ।
॥ খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে পুলিশসহ উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। অর্ধশতাধিক আহত হয়েছে।
॥ বগুড়া ॥
বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়ার মোড়ে ও পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন।
এসময় সংঘর্ষে ব্যবহৃত কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস) ও শর্টগানের গুলির শব্দে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৩০ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বিকেলের দিকে ছাত্রীরা হাসপাতাল ছাড়ে।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ শহরে শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দেয়। পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন।
॥ জয়পুরহাট ॥
জয়পুরহাট শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইফাতকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এ সংঘর্ষে বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইফাত নামে একজনকে বগুড়ায় পাঠানো হয়েছে।
॥ ঢাকা ॥
রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত