
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় চটচটিয়া ব্রীজের পূর্ব পাশে সুমি সুপার মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘেংরাইল নদীর তীরে অবস্থিত এ নতুন মৎস্য আড়তের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ডুমুরিয়ায় মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। এলাকার মাছের চাহিদা মিটিয়ে দেশের বৃহৎ অংশেও ডুমুরিয়ার মৎস্য চাষীদের অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন শুধু মাছ উৎপাদন করলে হবে না এ জন্য দরকার সঠিক বাজারজাত করন। তারই লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে মৎস্য আড়ৎ। এখান থেকেই মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মাছ সঠিক ভাবে বাজারজাত করতে পারবেন। মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। অধ্যাপক বিষ্ণুপদ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য আড়ত কমিটির সভাপতি ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, শেখ আঃ কুদ্দুস, ওসি সেখ কনি মিয়া, মোল্যা জাহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন চান্নু, তোফাজ্জল হোসেন, মোঃ রেজাউল সরদার, গোলাম মাওলা শেখ, সঞ্জয় কুমার মল্লিক প্রমুখ। আড়তে দুই পাশে মোট ১০টি ঘর নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন সকাল বিকাল বাগদা, গলদাসহ সব ধরনের সাদা মাছ ক্রয় বিক্রয় করা হবে।