কেশবপুর প্রতিনিধি : বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এমপি আজিজুল ইসলাম বীরের বেশে কেশবপুরে আগমন। কেশবপুরের নব নির্বাচিত এমপি আজিজুল ইসলাম ঢাকায় শপথ অনুষ্ঠান শেষে যশোর বিমান বন্দরে ফুলের শুভেচ্ছা সিক্ত হয়ে বীরের বেশে কেশবপুরে আগমন করেন। যশোর বিমান বন্দরে নামার পর এমপি মোঃ আজিজুল ইসলাম কে কেশবপুরের সাধারণ মানুষ ফুলের শুভেচ্ছা জানাতে ভুল করেনি হাজার হাজার মানুষ ছুটে গেছে যশোর বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে গাড়ির বহরে কেশবপুরে নিয়ে আসেন। তিনি কেশবপুরে এসেই উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে ফুল দেন। পরে তিনি কেশবপুর পাবলিক ময়দানে আগত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এমপি মোঃ আজিজুল ইসলাম বলেন কেশবপুর সকল মানুষ আমাকে ভোট দিয়েছে সকলের ভোটে আমি আজ এমপি আজিজুল ইসলাম। আমি সকলের উদ্দেশ্যে একটি আহবান জানাচ্ছি কেশবপুরে কোন অন্যায় দুর্নীতি করা চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কেও যদি চাঁদা বাজি করে আমাকে বলবেন আমি তার ব্যবস্থা নেব, আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কেও যদি মাদক সেবন করেন, কেও যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন সে কখনও আমার সামনে আসবেন না। আর একটি বিষয়ে খেয়াল রাখবেন কেও যদি কখনও আমার নাম ভাঙ্গিয়ে অন্যায় করে শুধু আমার কানে একটু দিবেন সাথে সাথে তার ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যদি আমার ভাই হয় আমার পরিবারের কোন সদস্য হয় তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না।
আমি আমার সকল কর্মিদের অনুরোধ করবো অন্যায় ভাবে কাউকে আঘাত করা চলবে না, কারও ওপর অত্যাচার করা চলবে না যদি কেউ করেন তাকে আমার কর্মী বলে পরিচয় দিব না। কেশবপুর উপজেলায় কোন অবৈধ নিয়োগ-বাণিজ্য করা চলবে না। কেশবপুর উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ সৎ এবং বিনয়ী। আপনাদের কোন সমস্যা হলে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন, আমি আপনাদের পাশে আছি এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছিলাম আপনাদের পাশে থাকবো আমি আমার কথা রাখবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আমি আপনাদের পরিবারের একজন সদস্য মনে করবেন। আমি আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। কেশবপুরে ১১ টি ইউনিয়ন একটি পৌর সভায় ১২টি অভিযোগ কেন্দ্র খুলবো। কেশবপুরে যারা আপনার ভোট করেননি তারা বর্তমানে আতংকে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন তারাও আমাদের ভাই তারাও আমাদের পরিবারের সদস্য। সর্ব শেষে একটি কথায় বলবো কেও আমার দ্বারা কষ্ট পান এমন কোন কাজ আমি কোন দিন করবো না আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন।
আমি আপনাদের মাঝে আজিজ হয়ে থাকতে চাই এমপি অথবা স্যার হয়ে থাকতে চাই না।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত