রূপসা প্রতিনিধি
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন দেশ চলছে অসা¤প্রদায়িক নীতিতে। বর্তমান সরকার দেশ পরিচালনাকালে সকল স¤প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় নীতিরীতি পালন করতে পারে। হিন্দু-মুসলিম এই সমতা শেখ হাসিনার এক অনবদ্য অবদান। সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং নিবিড় পরিবেশে হিন্দু স¤প্রদায় তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করছে। অথচ যে সময় বিনএনপি দেশ পরিচালনা করেছিলো সেসময় আনন্দ উল্লাসের পরিবর্তে দু:খ এবং শোকে হিন্দু স¤প্রদায়েরা পূজা অর্চনা করতো।
তিনি গত মঙ্গলবার রূপসার বলটী শীতলা বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্দির আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বেলিত আনন্দের বর্ণিল উৎসবের খুলনার ভারতীয় সহকারী হাই কমিশনারের পরিদর্শন উপলক্ষে মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংবর্ধিত অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দার জিৎ সাগর। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাছনিম, সরদার মোশাররফ হোসেন, অসিত বরন বিশ্বাস, ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শক্তিপদ বসু। গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন এড. স্বপন কুমার মল্লিক। মানপত্র পাঠ করেন বিনয় কৃষ্ণ বাছাড় এবং কৃষ্ণপদ রায়। বক্তৃতা করেন আ: মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, আকতার ফারুক, এসএম হাবিব, গাজী মো: জিন্নাহ, আল মামুন সরকার, মুনীর হোসেন মোল্য, তাহিদুল ইসলাম মোল্যা, সুকুমার বৈরাগী, ফাল্গুনী মুখার্জী, তপন কুমার মল্লিক, রবিউল ইসলাম ফকির, বাসিদুল হাবীব প্রিন্স,স্বপ্না রানী পাল, ফরিদ শেখ, হারুন মোল্যা, ব্রজেন দাস, সরদার জসীম, সুব্রত বাকচী, শফিকুর রহমান ইমন, শারাফাত হোসেন উজ্জল, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, আরিফুর ইসলাম কাজল, ইউসুফ শেখ, তপন কুমার মল্লিক, প্রভাষ বিশ্বাস, বিজয় কুমার রায়, তাপস রায়, ইন্দ্রজিত রায়, ইন্দ্রজিত বিশ্বাস, দেব প্রসাদ বালা, কমলেশ পোদ্দার, সুভাষ বিশ্বাস, আশিষ পোদ্দার প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত