
হুমায়ুন কবির, খোকসা : কুষ্টিয়ায় 'দৈনিক কুষ্টিয়া' পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) কুষ্টিয়া শহরের অভিজাত খেয়া রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিনিধি ও অতিথিরা অংশগ্রহণ করেন।
দৈনিক কুষ্টিয়া’র প্রকাশক ও সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহামান্য হাইকোর্ট বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল সুলতান মাহবুব বান্না। দৈনিক কুষ্টিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক এসএম শামীম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসিব ড্রিম স্কুলের প্রিন্সিপাল ড. জামান, দৈনিক কুষ্টিয়া’র ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ আমান, নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ, সহ-সম্পাদক এমরান আহমেদ ও বকুল চৌধুরী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও ‘চেতনায় কুষ্টিয়া’ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল ভেড়ামারা করেসপডেন্ট আব্দুল আলিম, খোকসা করেসপডেন্ট হুমায়ুন কবির, দৌলতপুর করেসপডেন্ট নাজমুল ইসলাম, মেহেরপুর করেসপডেন্ট মো: সাইদ হাসান, কুমারখালি করেসপডেন্ট মো: হাসানুজ্জামান লিংকন, কুমারখালি করেসপডেন্ট সাকিব আল হাসান, ঝিনাইদহ করেসপডেন্ট খাইরুল ইসলাম নিরব, বার্তা সম্পাদক কুদরত উল্লাহ খান, সার্কুলেশন ম্যানেজার মো: মুক্তার হোসেন, স্টাফ করেসপডেন্ট তানভীর আহমেদ, স্টাফ করেসপডেন্ট মো: ইদ্রিস আলী, স্টাফ করেসপডেন্ট(মিরপুর) খন্দকার নাইম উদ্দিন, স্টাফ করেসপডেন্ট জিয়ারুল ইসলাম, স্টাফ করেসপডেন্ট (গ্রাফিক্স) মেহেরাব হাসান মুশফিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা।
বক্তব্য প্রদানকালে বক্তারা দৈনিক কুষ্টিয়া’র দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক ড. আমানুর আমানের নিরলস পরিশ্রম, ত্যাগ ও সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ঠিক যেমনভাবে মানিক মিয়া এভিনিউয়ের নামকরণ করা হয়েছে সাংবাদিকতার কিংবদন্তি মানিক মিয়ার নামে, তেমনি দৈনিক কুষ্টিয়া’র পেছনে ড. আমানুর আমানের অবদানও তুলনীয়। নিজস্ব অর্থায়নে, সন্তানের মতো আগলে রেখে দিনের পর দিন ভর্তুকি দিয়ে তিনি পত্রিকাটি পরিচালনা করে যাচ্ছেন, যা বর্তমান সময়ে বিরল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে ড. আমানুর আমানকে সম্মানসূচক ‘মানিক মিয়া খেতাব’ প্রদান করা হয়। এ সময় বক্তারা আশা প্রকাশ করে বলেন, দৈনিক কুষ্টিয়া ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ পরিবেশন করে গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে দৈনিক কুষ্টিয়া’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পাশাপাশি উপস্থিত সকল প্রতিনিধি ও স্টাফদের মধ্যে নতুন বছরের আইডি কার্ড বিতরণ করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত