
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ অফিস প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফের বড় ভাই মো. জামাল শরীফ সহকর্মীদের কাঁদিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রবীণ এ সাংবাদিক মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রার ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তার ছেলে মো. রাকিব শরীফ এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। কর্মময় জীবনে মো. জামাল শরীফ একজন দক্ষ সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও রেফারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
প্রবীণ এ সংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোরেলগঞ্জ প্রেসক্লাবে ছুটে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক মো. জামাল শরীফ ইতোপূর্বে দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক অর্নিবানসহ বিভিন্ন পত্রিকা মোরেলগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।