এস রফিক, ডুমুরিয়া: ডুমুরিয়ায় ঘেংরাইল-ভদ্রানদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় মাদারতলা পুরাতন কালভার্টের মুখ ভেঙে ভিতরে জোয়ারে পানি ঢুকে প্লাবিত হওয়ার আশংকায় ৮ গ্রামের মানুষ আতংকিত। এ খবর দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত হওয়ায় টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। গতকাল সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া ও উপ -বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে সড়কে পুরাতন কালভার্ট অপসারণ করে স্কেভেটর দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। উল্লেখ্য,চলতি পূর্ণিমা গোনে ভরা জোয়ারে বৃষ্টির পাশাপাশি এসব নদীতে অস্বাভাবিক হারে ২/৩ ফুট উঁচুতে পানি বৃদ্ধি পায়। ফলে উপজেলার ১৭/১ পোল্ডারের আওতাধীন কাঁঠালতলা - মাগুরখালী পাকা সড়কের রারুইকাটি মঠ মন্দির থেকে খেয়াঘাট অভিমুখে প্রায় আধা কিলোমিটার সড়কের উপর দিয়ে পানি উপচে পড়ছে এবং মাদারতলা পুরাতন কালভার্টের মুখ ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দেয়। আর প্লাবিত হলে বারুইকাটি,মাদারতলা,আমুড়বুনে,শেখেরট্যাক সহ ৮ গ্রামের মানুষের বসতবাড়ি,সবজি ক্ষেত ও মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে চরম ঝুঁকিতে রয়েছে গ্রামবাসী। এদিকে শত শত গ্রামবাসীর রাতদিন সড়কের পাশ দিয়ে বালি ও মাটির বস্তা ফেলে এবং কালভার্টের ভাঙ্গনের মুখে বাঁশের পাইলিং ও খড় কুটো দিয়ে বন্ধ করার চেষ্টা অব্যাহত রয়েছে। কথা হয় স্থানীয় সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মন্ডলের সাথে, তিনি জানান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের উপর দিয়ে পানি উপচে পড়ায় বিলে সবজি, মাছের ঘের, আমন ধান, মন্দির ও বসতঘর তলিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই সরকারি কোন অনুদান না পেলেও স্বেচ্ছাশ্রমে আমরা গ্রামবাসী চেষ্টা করছি। মাদারতলা গ্রামের স্বপন কুমার মিস্ত্রী সহ অনেকেই একই সুরে সুর মিলিয়ে বলেন, পুরাতন কালভার্ট মুখ ভেঙে বৃহত্তর বিলের মধ্যে পানি ঢুকার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রামবাসি কে সাথে নিয়ে রাতদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গন মুখে বাঁশের পাইলিং করে খড়কুটো দিয়ে পানি বন্ধ করে দেয়া হয়েছে। তা না হলে বিলে আমন ধান, মৎস্য ঘের, সবজি সহ বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।
আর একাজে গ্রামবাসিকে সাথে নিয়ে নিরলস সহযোগিতা করে যাচ্ছেন শোভনা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত