বিজ্ঞপ্তি : দৌলতপুর থানা জাতীয় পার্টি, এক মতবিনিমিয় সভা গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় মহসীন মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা জাতীয় পার্টির আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর জাপা নেতা এড. অচিন্ত্য কুমার দাস, শেখ নাজমুল কবির সাদী, অধ্যাপক গাউসুল আজম, আঃ রাজ্জাক হাওলাদার। বক্তৃতা করেন জি এম কাওছার আলী, শেখ দেলোয়ার হোসেন, রাসেল হোসেন, আসলাম শেখ, আবু আসালাত মোড়ল, মোস্তফা হাওলাদার, মিজানুর রহমান শহীদ, শেখ মোয়াজ্জেম, কবির হোসেন, সৈয়দ রফিকদ্দিন বাবলু, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাকির হোসেন, জাকির মোল্যা, সাত্তার বন্দ, কামাল মেম্বর, সমীর কর্মকার, রেজাউল, ফারুক, আব্দুল্লাহ, ১নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী নাসির আলী, পিয়ার আলী, কৃষক পার্টি নগর সভাপতি সাহাবুদ্দিন, ওলামা পার্টির নগর আহ্বায়ক এস এম আনিসুর রহমান, থানা যব সংহতির আহ্বায়ক রেজা মহসীন, সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ। সভায় আগামী ১২ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানানো হয়।