
জন্মভূমি রিপোর্ট : আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিজন ভোটারের দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও শতভাগ ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে মঙ্গলবার বিকাল ৩টায় মহানগরীর ২১ ও ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক মনোনিত ভোট প্রার্থনা কর্মীদের (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তৃতায় বাবুল রানা বলেন, প্রত্যেক ভোটারের কাছে শেখ হাসিনার উন্নয়ন এবং দেশের মানুষের জন্য তার ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে ভোট চাইতে হবে। ক্যাম্পেইনদের প্রত্যেক ভোটারের বাড়িতে-বাড়িতে যেতে হবে। ক্যাম্পেইনাররা দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শেখ হাসিনার বার্তা তুলে ধরার পাশাপাশি ভোটারের সকল প্রশ্নের উত্তর দেবে। আমরা বিশ্বাস রাখি ভোটাররা ভোটকেন্দ্রে আসবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। তিনি আরো বলেন, সংসদ নির্বাচনকে স্থানীয় সরকারের নির্বাচনের মতো গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে হবে। এই প্রশিক্ষণের পরে প্রত্যেক ভোট প্রার্থনা কর্মী সেই লক্ষেই কাজ করবে।
প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন সুলতানা শম্পা, মো. জিলহজ্ব হাওলাদার ও মো. আমিরুল ইসলাম বাবু। ৬০ শতাংশ নারী ক্যাম্পেইনারসহ ২০০ জন ভোট প্রার্থনা কর্মী এতে অংশগ্রহণ করেন।