
জন্মভূমি ডেস্ক : ফের বেকায়দায় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা বীরেন্দ্র বাবু। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তিনি। গত শনিবার (১২ আগস্ট) কোডিগেহাল্লি থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছর আগে একজন ৩৬ বছর বয়সী নারীকে ধর্ষণের অপরাধে তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, ওই নারীকে ব্ল্যাকমেইল করে তার থেকে অর্থ ও সোনা নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে।
জানা যায়, নির্যাতিতার সঙ্গে প্রথমে বন্ধুত্ব স্থাপন করেছিলেন অভিনেতা-প্রযোজক বীরেন্দ্র। এরপর প্রলোভন দেখিয়ে তার ওপর যৌন নির্যাতন চালান অভিনেতা। ক্যামেরায় রেকর্ড করে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এভাবে প্রায় ১৫ লাখ টাকা (পড়ুন রুপি) হাতিয়ে নেন তিনি।
গত ৩০ জুলাই বীরেন্দ্রবাবু নির্যাতিতাকে তার গাড়িতে উঠিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দেন। এরপর তার থেকে সোনার মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে তাকে রাস্তার ধারে ফেলে দেন। ঘটনার পর ওই নারী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত করে বীরেন্দ্রর কাছ থেকে পেনড্রাইভ, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে।
প্রসঙ্গত, ২০২২ সালে বিধানসভা ও লোকসভা ভোটের জাল নির্বাচনী টিকিটের ফি হিসেবে টাকা তোলার অভিযোগে বীরেন্দ্র বাবুর বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকা (পড়ুন রুপি) প্রতারণার অভিযোগ উঠেছিল।