জন্মভূমি ডেস্ক : ‘ধুম’ সিনেমার পরিচালক সঞ্জয় গাধভী আর নেই। আজ রোববারে সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। সঞ্জয়ের মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর।
সঞ্জয়ের কন্যা সঞ্জনা গাধভী বলেন, ‘রোববার সকাল সাড়ে নটা নাগাদ বাড়িতে মৃত্যু হয় বাবার। তার কিছুক্ষণ আগে পর্যন্তও বুঝতে পারিনি। বাবার কোনও শারীরিক অসুস্থতা ছিল না। কী করে হঠাৎ সব হয়ে গেল বুঝতে পারছি না।’’
সকালে পরিচালক তার লোখান্ডওয়ালার বাড়িতে প্রাতভ্রমণ করছিলেন। সে সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তড়িঘড়ি কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
২০০০ সালে তেরে লিয়ে ছবির মাধ্যমে পরিচালনাত নামেন সঞ্জয়। তবে ছবিটি ব্যর্থ হয় বক্স অফিসে। এর দুই বছর পর মুক্তি পায় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়।’ উদয় চোপড়া, টিউলিপ যোশী, জিমি শিরগিল অভিনীত ছবিটি সাফল্যের মুখ দেখে।
তবে সঞ্জয়কে পাদপ্রীপের আলোয় এনেছিল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো। ছবিগুলো উপমহাদেশজুড়ে দর্শক সমাদর পেয়েছিল। সেইসঙ্গে সঞ্জয়ও পরিচালক হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়।