জন্মভূমি ডেস্ক : নওগাঁয় কারা হেফাজতে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বুকের ব্যথায় অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।
নওগাঁর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতেও বাদশাহ সুস্থ ছিলেন। এরপর রাত ৮টার দিকে অসুস্থ অনুভব করলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এ সময় জ্ঞান হারিয়ে ফেললে বাদশাহকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
এটিকে স্বাভাবিক মৃত্যু দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, এ নিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ ডিসেম্বর নওগাঁ জেলা কারাগারে মতিবুল মন্ডল (৫৫) নামে আরও এক হাজতির মৃত্যু হয়। ওই সময় কারা কর্তৃপক্ষের অবহেলায় ওই হাজতির মৃত্যুর অভিযোগ তুলেছিলেন নিহতের স্বজনরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত