
নওয়াপাড়া অফিস : নওয়াপাড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ১৫৭ কোটি ৬০ লক্ষ ৯৭ হাজার ৭০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় নওয়াপাড়া পৌরসভার মিলনায়তনে মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা, উন্নয়ন আয় ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা, এছাড়া প্ররম্ভিক জের ধরা হয়েছে ২ কোটি ৪৫ লাখ,৬৭ হাজার ৪৫০ টাকা সর্বমোট আয় ১৫৭ কোটি,৬০ লাখ,৯৭ হাজার ৭০৫ টাকা।
বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা, সমাপ্তি জের ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ২০৫ টাকা। সর্বমোট ব্যয় ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫ টাকা।
এর এক সপ্তাহ আগে ২৬ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৭৭৮ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণার পর পৌর মেয়র তার মেয়দ কালিন সার্বিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাজেট ঘোষণা কালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) থান্ডার কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষক মীর উজ্জলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।