
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ সামাজিক প্রতিষ্ঠান নওয়াপাড়া ইনিস্টিউটের কার্যনির্বাহী সংসদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিরতিহীনভাবে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। ওই দিন রাত দশটায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৩টি পদে মোট ১৬ জন পর্থী প্রতিদ্ব›িদ্বীতা করেন। এর মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন্য এবং সদস্য পদে ১১ জন্য। ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় জিয়াউদ্দিন পলাশ। সংস্কৃতি সম্পাদক পদে জি.এম মনির এবং সদস্য পদে নির্বাচিত হয় ৮জন। এরা হলেন এড. রওশন কবির টুটুল, প্রিয়ব্রত ঘোস লিটন, আসাদুজ্জামান জনি, প্রসেনজিত দাস সনজিত, আরাফাতুর রহমান ইরান, বাকী উজ্জামান রানা, লিটন কুমার কুন্ডু লিটু, এবং বিশ্বজিৎ গুহ। ইনস্টিটিউটে মোট ভোটার সংখ্যা ২৩৬৭ জনের মধ্যে ১৬৫৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এক সধারণ সভায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয় সভাপতি পদে দীলিপ কুমার সাহা, সহসভাপতি মোবারেক হোসেন ও ইমদাদুল হক ইমু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (সংরক্ষিত মহিলা আসনে) লায়লা খাতুন,পঠাগার সম্পাদক বিবেকানন্দ মন্ডল, ক্রীড়া সম্পাদক সঞ্জয় রায় ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রোকনুজ্জামান বাদশা।