জন্মভূমি রিপোর্ট
গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মতলেবের মোড়ের কাশেম শেখের ছেলে বেল্লাল শেখ (৩২), দারোগার ভিটা আলীনগরের বাসিন্দা সিদ্দিক শেখের ছেলে মো: মিলন শেখ (৩২), মুসলমান পাড়ার আজগর আলীর ছেলে আকবর আলী (৩৩)। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৬ হাজার টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত