জন্মভূমি রিপোর্ট : নগরীর অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা পশ্চিমপাড়া খুলনা-মোংলা নতুন রেল লাইনের পূর্ব পাশে সরিষা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়। মৃতদেহের বয়স আনুমানিক ৪৫ বছরের মতো। তাঁর হাত-পা বাঁধা ছিল। এলাকাবাসীর ধারণা তাকে অন্য কোনো স্থান থেকে এনে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় খান জাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের ধারণা, তাকে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। তার পড়নে প্যান্ট ,ফুল হাতা শার্ট, গলায় মাফলার ও জ্যাকেট আছে। খানজাহান আলী থানার ওসি মমতাজুল হক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত