
জন্মভূমি রিপোর্ট : দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা হতে ইনসান শরীফ (২৯) নামে একজন একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউণ্ড গুলিসহ গ্রেফতার হয়েছে। তার ব্যহৃত একটি রেজিস্ট্রেশনহীন মোটর সাইকেলও জব্দ হয়েছে। রবিবার রাতে থানা পুলিশের একটি টিম বাইপাস সড়কের একটি মোটর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আসামি ইনসান সোনাডাঙ্গা থানার ৩য় আবাসিকের বাসিন্দা জনৈক মোঃ মোশারফ হোসেনের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে কোর্টে রিমাণ্ড আবেদন পৌছে পারেনি বলে তিনি জানিয়েছেন। কেএমপির এক প্রেস রিলিজ থেকে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একজন অবৈধ অস্ত্রধারীর অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইনসান আটক হয়। তখন তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। তার কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত একটি অনুমোদনহীন মোটর সাইকেল জব্দ হয়েছে। সূত্রমতে, আসামি ইনসানের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় দুইটি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস, অস্ত্রটি কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র কেনা-বেঁচার সাথে কারা জড়িত এসব জেনে তার সহযোগীদের গ্রেফতার এবং তাদের কাছে আরো অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে। সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) সানওয়ার হোসেন মাসুম দৈনিক জন্মভূমিকে বলেন, আসামিকে সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।