জন্মভূমি রিপোর্ট : নগরীর জিন্নাপাড়া এলাকা হতে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াসিন নামে একজন গ্রেফতার হয়েছে। সে শহরের একটি সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইয়াসিন জিন্নাপাড়া এলাকার জনৈক আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার ভোর সোয়া ৪ টায় সেনা বাহিনী ও নৌ বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। তখন গ্রেফতারকৃতের বসত ঘর হতে একটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ ও ১২ পুটলি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোনটি। লেঃ কমান্ডার রাশাদ মাহমুদ অংকন (ই) বিএন এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে এসব তথ্য জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটক সন্ত্রাসীকে লবনচরা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, খুলনার এক টপ টেররের সাথে অস্ত্র সংক্রান্ত কিছু চ্যাটিংয়ের আলামত তার মোবাইল ফোনে পাওয়া গেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত