
জন্মভূমি রিপোর্ট : নগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল মধ্যপাড়া এলাকা হতে আট রাউণ্ড গুলিসহ ইমন মোল্লা (২৮) নামে একজন গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার বিকেলে এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি টিম জনৈক বাবুলের ভিটার পরিত্যাক্ত একটি বাড়ীর পাশর্^বর্তী ঝোপ থেকে ইমনকে আটক করে। তখন তার হেফাজত হতে আট রাউণ্ড শটগানের কার্তুজ উদ্ধার হয়। আসামি রায়েমহল এলাকার জনৈক মোঃ মাসুদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে নগরীর পৃথক-পৃথক থানায় আরও তিনটি মামলা রয়েছে।

