জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন বিকে মেইন রোড এলাকা সংলগ্ন একটি গলিতে রাজু (৩২) নামে এক ইজিবাইক চালকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জখম করেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। আহত যুবক এখন খুলিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।
কেএমপি’র বিশেষ শাখার এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে জানান, রাত ১১ টার দিকে ওই রোড সংযুক্ত সুখনগর গলির মধ্যে রাজুকে সেভেন গিয়ার চাকুর আঘাতে জখম করা হয়। হাসিব (৩০), জিতু (৩২), সিজান (৩০)সহ পাঁচ-ছয় জন অজ্ঞাত সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায়। এতে জিতুর হাত এবং পায়ে জখম হয়। আহতের আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনানাস্থলে উপস্থিত কয়েকজন তাকে খুমেক হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম শনিবার বিকেলে দৈনিক জন্মভূমিকে বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে আহতের কাছে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের কেউ অভিযোগ জানাতে আসেননি। তবে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত