জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপি'র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মোঃ কামরুজ্জামান ওরফে কামু(৪৯) খুলনা থানার ৬৪ টিবি ক্রস রোডের মৃত: আব্দুল লতিফের ছেলে।
কেএমপি সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে খুলনা থানার ৬৪ টিবি ক্রস রোডের শান্তা স্টোরের সামনে হতে মাদক কারবারি কামরুজ্জামানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত