
ডেস্ক রিপোর্ট : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে খালিশপুর থানা পুলিশ ১ নভেম্বর রাতে খালিশপুর আবাসিক এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ জয় কাজী ওরফে জুবায়ের (২৫)–কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জয় কাজীর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রতনদিয়ায়, বর্তমানে তিনি খুলনার খালিশপুর হাউজিং এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত