
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকার মৃত: কালু সরদারের পুত্র মোঃ জহিরুল ইসলাম ওরফে রাজু (৩৫), খুলনা থানার ২য় কালভার্ট চাঁনমারী বাজারের মোঃ কামালের পুত্র মোঃ শাহজাহান (৩২) এবং খালিশপুর থানার রাজধানীর মোড়ের মোঃ আলমগীর হোসেনের পুত্র মোঃ ইয়াছিন খান (২২)।
কেএমপি সূত্র জানায়, গত রোববার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১১৮ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।