
জন্মভূমি রিপোর্ট : কেএমপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯২পিস ইয়াবা ট্যাবলটেসহ দু’ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পুলিশের মাদক বিরোধী অভিযানে নয়াবাটি এলাকার বাসিন্দা মোঃ হাসান শেখের পুত্র মোঃ রুহুল শেখকে হরিণটানা এলাকা থেকে এবং দৌলতপুর খাঁনপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ আলী হাসানকে দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ৯২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।
স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে ১২ জন মারা গেছেন। ঘটিনাটি মাদাগাস্কায় ঘটেছে। শুক্রবার বারিয়া স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শকম ও স্টেডিয়ামে গিয়েছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর স্থানীয় হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘এ দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন, এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন।’ এ ঘটনার পর টেলিভিশন ভাষণে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেন, ‘স্টেডিয়ামে প্রবেশের সময় ধাক্কাধাক্কির কারণে দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে।’ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা। মাদাগাস্কারে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছিলেন।