জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, দৈলতপুর থানার পাবলা দফাদার পাড়া কামরুল হুদার বাড়ির ভাড়াটিয়া মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নয়ন (১৯), খালিশপুর থানার উত্তর কাশিপুর পুরাতন রেল এলাকার ১১নং এস ও ক্রস রোডের মোঃ মোস্তফা হাওলাদারের পুত্র মোঃ শান্ত হাওলাদার (২১) এবং ডুমুরিয়া থানার মাগুরঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর দফাদারের পুত্র মোঃ রিপন দফাদার (২৪)।
কেএমপি সূত্র জানায়, গত মঙ্গলবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১০০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
নগরীতে ইয়াবা-গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার
Leave a comment