জন্মভূমি রিপোর্ট : গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন পাবলা দাশেরভিটা এলাকায় হাসান (২৪) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে জখম করে। তিনি এখনও খুলনা মেডিকেল কলেজ হাপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় গুরুতর জখম, হত্যাচেষ্টাসহ কয়েকটি অভিযোগে একটি মামলা দায়ের হয়। শনিবার রাতে মামলার এজাহারভুক্ত চার আসামিকে ওই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে।
আসামিরা হচ্ছে, মোঃ সোহেল খন্দকার (৩১), মোঃ আলাউদ্দীন শিকদার (২৮), মাসুম শেখ (২৫) এবং শাহরিয়র ইসলাম ওরফে পাপ্পু। তাদেরকে রোববার আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে সোহেল, আলাউদ্দীন এবং মাসুম অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। অপর আসামি শাহরিয়রকে সাত দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোঃ বদিউর রহমান দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হাসান নামের ওই যুবকের ডান হাতের কুনুইয়ের নিচে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। জখম হওয়া ব্যক্তির বিরুদ্ধেও চুরি, মাদকসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে পাঁচ-ছয়টি মামলা রয়েছে। অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা জেনে গ্রেফতার ও জখমকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।