জন্মভূমি রিপোট : একাধিক মামলার আসামি আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার (৫০) গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার দপুরে খুলনা সদর থানার মুসলমানপাড়া আব্দুল গনি সড়ক এলাকায় তার বাড়ী হতে তাকে গ্রেফতার করে।
নগর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম রাত ৮ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় কাউন্সিলর বিথার হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতা করার অভিযোগে মামলাসহ কয়েকটি থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে আ’লীগ নেতা জাকিরের বিরুদ্ধে মামলার আইনগত কাজের প্রক্রিয়া চলছিল।
কেএমপির বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। সে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহামুদ ডনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
নগরীতে একাধিক মামলার আসামি আ’লীগ নেতা জাকির গ্রেফতার
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2025/02/16-02-2025-17-330x220.jpg?v=1739716940)
Leave a comment