
জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। তিনি পৃথক পৃথকভাবে নগরীর ৩১, ৩০, ২৭, ২৮ ও ২৬নং ওয়ার্ডে সর্বমোট ১ হাজার ৭শ’ ৫০টি শাড়ি ও ৭শ’ ৫০টি লুঙ্গি বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিটি মেয়র ও সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
মহানগর আ’লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী, কেসিসি’র কাউন্সিলর আজমল আহমেদ তপন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, জেড এ মাহমুদ ডন, মোঃ গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সাবেক কাউন্সিলর রুমা খাতুনসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।