
জন্মভূমি রিপোর্ট : নিজের জমি রক্ষার্থে আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় রয়েছেন নগরীর দক্ষিন লবনচরা এলাকার বাসিন্দা মোকলেছুর রহমান। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় গিয়ে কোন ধরনের প্রতিকার পাচ্ছে না বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ আগস্ট বিকাল আনুমানিক বিকাল ৪টায় তফসিলে বর্নিত সম্পত্তির কাছের রাস্তার ওপর। ভুক্তভোগী বাধ্য হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত খুলনায় বিবাদীদের বিরুদ্ধে ফৌ: কা: বি: ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জকে জমির দখল বিষয়ে প্রতিবেদন ও শান্তি- শৃঙ্খলা বজায় রাখার আদেশ দিয়েছেন। একই সাথে বিবাদী ১৬ নং গগন বাবু রোজ মোঃ মাসুদ ও আক্তার সাইদ খান মজলিশকে কারন দর্শানোর আদেশ প্রদান করেছে।
আদালতে লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, বাদী মোকলেছুর রহমান উল্লেখ করেন নালিশী সম্পত্তি লবনচরা মৌজাধীন সি, এস ৩২৭ নং খতিয়ান থেকে আগত এস এ ২৮৯ নং খতিয়ান হইতেছে। এস,এ ২৮৯ নং খতিয়ানে ৫৫৩ নং দাগে ২.৩৯ একর জমির স্বত্ত্বাধীকারী আঃ গনি শেখ। আঃ গনি শেষ এর মৃত্যুতে এক স্ত্রী- জোবেদা খাতুন, তিন পুত্র এস এম কামরুল ইসলাম, এস.এম নজরুল ইসলাম, এস.এম বজলুর রহমান এবং এক কন্যা জিন্নাত আরা বেগম ওয়ারেশ থাকেন। বি, আর, এস ৪২৩ নং খতিয়ানে আঃ গনি শেখ এক কন্যা জিন্নাত আরা বেগম ও স্ত্রী জোবেদা খাতুনের প্রত্যেকের নামে ০.১৬৭ সহস্রাংশে রেকর্ড হইয়া চূড়ান্তভাবে প্রকাশিত হয়। জোবেদা ও জিন্নাত আরা বেগম তাহাদের প্রাপ্য ০.৪৫ একর জমি ক্রয় ০২/১০/১৯৯৭ তারিখে ২৩৯৯/৯৭ নং রেজিঃ পাওয়ার মূলে মোঃ কামরুল ইসলাম বরাবরে ক্ষমতা হস্তান্তর করেন। মোঃ কামরুল ইসলাম এর পক্ষে এ্যাটনী নিযুক্ত হইয়া জোবেদা ও জিন্নাত আরার পক্ষে ইং- ২৭/০৭/২০১৭ তারিখে রেজি:কৃত ৩৯২৪ নং কোবলায় ০.১০৫৮ একর জমি মো. মনিরুজ্জামান বরাবর হস্তান্তর করেন। একই তারিখে রেজি:কৃত ০.০৫২৩ একর জমি ৩৯২৫ নং কোবলা মাছুরা সাহিদা বরাবর হস্তান্তর করিয়া নিঃস্বত্ত্ব হন। উক্ত মাছুরা সাহিদা বি, আর,এস ৪২২৩ নং খতিয়ানে নিজ ০.০৫২৩ একর জমি ৭০৩ (ওঢ-১)/২০১৭-১৮ নং নামপত্তন করিয়া কর খাজনা প্রদানে ৩৪০৭ খতিয়ান খুলিয়া ভোগদখলে থাকেন। মোঃ মনিরুজ্জামান মিস ৭০২ (১ঢ-১) / ২০১৭-১৮ নং নামপত্তন কেসে রেকর্ড সংশোধন পূর্বক কর খাজনা প্রদানে ভোগদখলে থাকেন। মাছুরা সাহিদা ও মনিরুজ্জামান তাহাদের সর্ব মোট ০.১৫৮১ একর জমিতে স্বত্ব দখল পরিচালনা করিয়া ভোগদখলে থাকাকালে উক্ত ১ জমির মধ্যে ০.০৭৪২৫ একর জমি ক্রয়, বিক্রয়, মামলা মোকদ্দমা ইত্যাদি ক্ষমতা প্রদান সাপেক্ষে ইং- ২৩/০৮/২০২২ তারিখে ৫১৯১ নং রেজি: পাওয়ার দলিলে করিয়া এই ১ম পক্ষের অনুকূলে ক্ষমতা প্রদান করেন। ১ম পক্ষ তাহার ক্ষমতা প্রাপ্ত ০.০৭৪২৫ একর জমি নির্দিষ্ট চৌহদ্দীতে ভোগদখলে থাকিয়া বালি ভরা পূর্বক ভাড়াটিয়া, ঘর নির্মাণ, ঘেরা বেড়া দিয়া, টিন সেডের বাথরুম ইত্যাদি নির্মানে ভোগদখলে আছেন। গত ইং- ০৭/০৮/২০২৩ তারিখ বিকাল অনুমান ৪টায় দ্বিতীয় পক্ষদের সাথে নিয়ে তফশিল সম্পত্তি সন্নিকটে রাস্তার উপর দাড়ায়ে নালিশী জমি দাবী করিয়া জোর জুলুম পূর্বক দখল লইবার হুমকি প্রদর্শন করে। বিষয়টি বাদী স্বাক্ষীদের অবহিত করেন। স্বাক্ষীদের উপস্থিতিতে ২য় পক্ষগণ বাদীকে মারপিট ও জানে শেষ করে দেয়ার হুমকি প্রদর্শন করেন। একই সাথে ঘর ভাঙ্গিয়া জায়গা দখলের হুমকি দেন। এ ব্যাপারে ভুক্তভোগী মোকলেছুর রহমান জানান, আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। যেকোন সময় আসামীরা আমি ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে। তিনি পুলিশ কমিশনারসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।