বিজ্ঞপ্তি : নগরীতে কলম একাডেমি লন্ডন’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক। সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি এসএম আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বাসব নন্দী। সংগঠনের পটভূমি নিয়ে আলোচনা করেন বিভাগীয় সাধারণ সম্পাদক জিএম জাকির হাসান।
এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিভাগীয় সহ-সভাপতি ফরিদ আহম্মদ খান, কানিজ নাজমা ফেরদৌস, শিরিনা পারভীন ও তাহমিন আক্তার শিপন। এছাড়া উপস্থিত ছিলেন, কবি ইকবাল হোসেন, হাসিবুল ইসলাম, ইলা ঢালী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।