
জন্মভূমি রিপোর্ট : নগরীর পৃথক দুইটি স্থান থেকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ দু’ জন গ্রেফতার হয়েছে। রোববার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, খুলনা সদর থানা পুলিশের একটি টিম জোড়াকল বাজার এলাকা হতে ১শ’ গ্রাম গাঁজাসহ সাগর হাওলাদার (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। অপরদিকে, সোনাডাঙ্গা থানা পুলিশের একটি টিম ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন এলাকা হতে রনি শেখ (২২) নামে একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত