জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার ৮নং টুটপাড়া ঘোষের ভিটা জোড়াকল বাজার এলাকার মৃত: আব্দুল ছোমেদ হাওলাদারের পুত্র মোঃ গফ্ফার হাওলাদার(৫৪), সোনাডাঙ্গা মডেল থানার আদর্শপল্লী মাহতাব উদ্দিন সড়কের মৃত: ইদ্রিস খানের পুত্র মোঃ নাঈম খান(২২), একই থানার শেখপাড়া স্টাফ কোয়ার্টার বিদ্যুৎ স্কুলের সামনে মোঃ শাহজাহান শেখের পুত্র মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী ওরফে সাদ্দাম(২৭) এবং খালিশপুর থানার বঙ্গবাসি স্কুল মোড়ের মোঃ কালামের পুত্র মোঃ সালমান(২৩)।
কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত শনিবার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে নগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮শ’ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত