জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার ১নং বিহারী ক্যাম্পের মৃত: ইদ্রিসের পুত্র মোঃ আলমগীর (৩৮), একই এলাকারা মোঃ আলমগীরের স্ত্রী মোছাঃ নাজমা (৩৫) এবং খুলনা থানার টুটপাড়া জোড়াকল বাজারের ঘোষের ভিটা এলাকার মোঃ সুলতান সরদারের পুত্র মোঃ আরিফ সরদার (২৪)।
কেএমপি সূত্র জানায়, শনিবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ৭০০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।