জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাধস্থ একটি মাদ্রাসার পাশর্^বর্তী গলির মধ্যে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার সময় দুই জন হাতেনাতে গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত হতে পুশকৃত চিংড়িসহ জেলি পুশের বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়েছে। বুধবার রাত হতে বৃহস্পতিবার ভোর রাত একটা পর্যন্ত চলা মৎস্য পরিদর্শণ ও মান নিয়ন্ত্রণ দপ্তর এবং খুলনা সদর থানা পুলিশের অভিযানে এ উদ্ধার গ্রেফতার হয়ছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ধৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, আব্দুর রশিদ মাছ ঘরের কর্মচারী মোহাম্মাদ সিরাজুল ইসলাম (৩৩) ও আব্দুল হালিম (৩৫) এবং তারা রূপসা নতুন বাজার এলাকার বাসিন্দা।
মৎস্য পরিদর্শণ ও মান নিয়ন্ত্রণ দপ্তরের ইন্সপেক্টর মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, ঘটনাস্থল থেকে ৪ লিটার অপদ্রব্য জেলি, দুইটি সিরিঞ্জ, একটি জেলি মিক্সার মেশিন, একটি বালতি ও ৮ থেকে ১০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। উদ্ধার হওয়া অপদ্রব্যযুক্ত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম দৈনিক জন্মভূমিকে বলেন, ধৃতদের বিরুদ্ধে মৎস্য পরিদর্শণ ও মান নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরীতে চিংড়ি মাছে জেলি পুশকালে গ্রেফতার ২

Leave a comment