জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকা থেকে ৩৩ কেজি চোরাই রডসহ দুই জন গ্রেফতার হয়েছে। সোমবার রাতে থানা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, আসামিরা হচ্ছে- খালিশপুর থানার গাবতলা মোড় এলাকার বাসিন্দা জনৈক রহিম শেখের ছেলে আসিফ (২১) এবং আশিক (১৯)। তারা দুই ভাই। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত