জন্মভূমি রিপোর্ট : নগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রেজাউল গাজী(৫২) লবণচরা এলাকার মৃত: আনছার গাজীর পুত্র। গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে লবণচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানা পুলিশ রেজাউল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪.৩৭ গ্রাম (৬ আনা) চোরাই স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে লবণচরা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি রেজাউলের নামে বিভিন্ন থানায় ৪টি ডাকাতি, ১টি চুরি ও ২টি মারামারির মামলা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত