জন্মভূমি রিপোর্ট : নগরীতে ছাত্র অধিকার পরিষদের তেরখাদা সভাপতিকে সাদা পোষাকে তুলে নেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
শুক্রবার বিকাল ৫টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তেরখাদা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলামকে স্থানীয় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালযর খেলার মাঠ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ৮-১০ জন সাদা পোষাকধারী পুরুষ। এসময় সাইফুলের বড় ভাই বায়েজিদ শেখসহ অর্ধশতাধিক এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয়রা মাইক্রোবাসের সাথে একটি বাইকে তেরখাদা থানার সাব-ইন্সপেক্টর অনুপ কুমারকে শনাক্ত করতে সক্ষম হয়।
সাব-ইন্সপেক্টর অনুপ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে তুলে নিয়েছে এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেন না! এমতাবস্থায় আমরা সাইফুলের সন্ধান চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব হামিদুর রহমান আজাদ, ফয়জুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা রেশা, তাওহীদুল ইসলাম শিমুল, জাহেদ আহমেদ রুবেল, এম এম মিশকাতুল ইসলাম মেজবাহ, মনিরা কাজী আনিশা প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত